About

Our About

Adhare Alo, Non-Profit Organization

This is a Adhare Alo Protibondhi Kollan Songstha organization websites.

Our Mission

Our desire is to serve people with disabilities.

  • Our desire is to serve people with disabilities.
  • Our desire is to serve people with disabilities.
Founded
B
Donations

About


সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জীব মানুষ জাতী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বিশ্বের মোট জন সংখ্যার শতকরা ১০ ভাগ মানুষ প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী ব্যক্তিরা দরিদ্র মানুষের মধ্যে হত দরিদ্র। প্রতিবন্ধী ব্যক্তিরা শুধু রাষ্ট্রের নয় সমাজ ও পরিবার থেকে ও শারিরীক ও মানসিক ভাবে অবহেলিত ও বঞ্চিত। আর এই প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে উঁচু, নিচুু, ও ভঙ্গুর পথ চলাই হচ্ছে আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মোঃ শাহউল্লাহ সহ প্রতিষ্ঠানটি সম্পৃক্ত সকলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।বিশেষ বুদ্ধি সম্পন্ন এই অসহায়, অবহেলিত, নিপিড়ীত মানসিক ভাবে নির্যাতিত, বৈষম্য দয়া দাক্ষিণ্য, অনুকম্পা ও বঞ্চনার শিকার এদের পাশে সম্মিলিত ভাবে আমাদের চেষ্টার সাথে এক হয়ে আপনারও এগিয়ে আসুন আমাদের কাজ হবে আরো সুন্দর ও শক্তিশালী। অতীতের অবস্থা ছিলোঃ ২০২০ সালের থেকে শুরু করে আমাদের নিজস্ব অর্থায়নে হাটি হাটি পা, পা, করে সামনে এগিয়েছি। সাদ্য মত ওদের খাদ্য বস্ত্র বাসস্থান, চিকিৎসা শিক্ষা যথা সাধ্য চেষ্টা করে সমাজে প্রতিবন্ধীদের একটা ভাল স্থানে নিয়ে যেতে চেষ্টা করেছি। বর্তমান অবস্থাঃ আমাদের অতীতের কার্যক্রম অত্যন্ত সন্তুস্ট জনক হওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপহার হিসাবে পেয়েছি ১৯৬১ সালের স্বেচ্ছা মূলক সমাজ কল্যাণ প্রতিষ্ঠান (রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ।।(নম্বর ৪৬) এর ৪(৩) ধারায় অধীনে সরকারি সীলমোহরে নিবন্ধন কৃত সমগ্র নারায়ণগঞ্জ জেলায় কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পেয়েছি। যার নিবন্ধন নম্বরঃ না-০৭৭৮।বর্তমানে আমরা প্রতিবন্ধী ব্যাক্তিদের (১৮ বছর থেকে ৩৫ বছর) বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ হিসাবে গরে তুলে বিভিন্ন চাকুরী প্রাপ্তিতে সহযোগীতা করছি। ইতিমধ্যে বেশ কিছু প্রতিবন্ধীদের চাকুরী ব্যবস্থা হয়ে গেছে। তাছাড়া “আঁধারে আলো প্রতিবন্ধী কল্যান সংস্থার স্কুল শাখায় (৬ বছর - ১২ বছর) ছাত্র/ছাত্রীদের প্রাইমারী স্কুল সেক্টর চালু করছি। তাদের স্কুল ব্যাগ, উন্নত মানের টিফিন, ভর্তি ফি, স্কুল ড্রেস, পরীক্ষা ফি সহ সব কিছু সম্পুর্ন ফ্রি। এভাবেই সমাজের অবহেলীত, প্রতিবন্ধীদের সামান্য হলেও সাধ্যমত উপকারের চেস্টা করছি। আমরা প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্ম নিবন্ধন, সুবর্ন-কার্ড, ভাতার কার্ড, সমাজ সেবার, মাধ্যমে সরকারী ডাক্তারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যাক্তিদের চিকিৎসা, চিকিৎসা পত্রের ব্যবস্থা করছি। তা-ছাড়াও প্রতিবন্ধীদের প্রয়োজন অনুযায়ী হুইল চেয়ার, সাদা ছড়ি, হেডফোন, থেরাপী, অর্থায়ন, প্রশিক্ষনের শেষে চাকুরী, হাতেরকাজ, শিক্ষ্যাসহ- বিভিন্ন কাজ করে প্রতিবন্ধীদের যতটুকু সম্ভব সাহায্য করার চেস্টা করছি। আমাদের প্রতিবন্ধীদের ভরন পোষণ, লালন পালন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি সহ সরকারি উদ্যোগ সীমিত হওয়ায় আমাদের মারাত্মক ভাবে হিমশিম খেতে হচ্ছে। সমাজের কিছু স্ব-হৃদয় বান লোক যদি প্রতিষ্ঠানটি পাশে দাঁড়াত তা হলে আমরা এগিয়ে যেতে পারতাম নিদিষ্ট লক্ষ্যে। ভবিষ্যৎ পরিকল্পনাঃ আমাদের প্রতিষ্ঠানের মূল্য লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের ভাল রাখা, ওরা যে আর সমাজের বোঝা হয়ে না থাকে। চাকুরির ক্ষেত্রে ওদের সুইং, সেলাই, নকশা কাঁথা সেলাই, হাতের কাজে আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলা সহ যাবতীয় হাতের কাজ শিখিয়ে চাকুরী সুযোগ করে যেন দিতে পারি। যারা বেশি অসুস্থ অর্থাৎ কাজ করা সম্ভব নয় তাদের থাকা, খাওয়া, চিকিৎসার পদক্ষেপ নেওয়া। উন্নত লেখাপড়ার ব্যবস্থা করা কিছু উন্নত মানের থেরাপি মেশিন, প্রশিক্ষনের জন্য মেশিন ব্যামের যন্ত্রাংশ দিয়ে ওদের নিদিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য কিছু গাড়ীর ব্যবস্থা করা। যাদের মাথা গোজার ঠাঁই নাই তাদের থাকার ব্যবস্থা করা আর এই কাজ করতে প্রতিষ্ঠানটির পক্ষে সম্ভব নয়, তাই আসুন সমাজের কিছু মানবিক লোক যারা প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থেকে তাদের যাবতীয় সমস্যা দেখে সমাধানে পথ খুঁজে বের করি।একটি প্রতিবন্ধী শিশু প্রতিবন্ধকতার কারনে দেশ ও প্রতিবন্ধকতার শিকার হয়, প্রতিবন্ধী শিশু উন্নয়ন সুচিকিৎসা ও যোগ্য মানুষ না তৈরি করতে না পারলে, একটি দেশ কখনো প্রতিবন্ধকতা নিয়ে দেশের উন্নয়ন করতে পারবে না। এই প্রতিবন্ধী সকল বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু শিক্ষা, নিরাপত্তা, চিকিৎসা, ও কর্মক্ষেত উন্নয়ন ও জীবন যাত্রার মান উন্নয়ন আমাদের প্রধান উদ্দেশ্য। একজন বিবেক বান মানুষ হিসাবে পথে ঘাটে যখন অবহেলীত ভাবে বেড়ে উঠতে দেখি শারিরীক মানসিক প্রতিবন্ধী শিশু কিশোর কিশোরী এদের অবহেলা দেখে আমরা কখনো শান্তিতে ঘুমাতে পারিনা, আমাদের প্রধান উদ্দেশ্য এদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, প্রতিবন্ধীদের সকল সুযোগ সুবিধা গুলো নিশ্চিত করন। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু সুশিক্ষ্যায় বেড়ে উঠতে পারে এর জন্য আমরা এদের পাশে এসে দাড়িয়েছি, আমরা আমাদের দায়িত্ব টুকু পালন করছি আপনারাও এগিয়ে আসুন দেশ ও েদশের কল্যানে। স্বারবিক ও অর্থনৈতিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই প্রতিবন্ধী শিশুদের সামনে এগিয়ে যেতে সাহায্য ও সহযোগীতা একান্ত কাম্য। আমরা সাধারণ মানুষ আমাদের পক্ষে সকল কিছু ব্যবস্থাপনা করা সম্ভব নয়, সমাজ দাতা গোষ্ঠী এর বিত্তবান ব্যক্তিদের আহবান করছি আমাদের মহৎ উদ্দেশ্যের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্যে। আপনার আমার সন্তানের মত স্বাভাবিক জীবন জাপনের জন্য সকলে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু পাশে এসে দাঁড়ান।

Our Membar

S M Selim Reza

Founder President

Md Shah ullah

General Secretary

Nesar Uddin

Joint General Secretary

Md Asad

Joint General Secretary

Md Shamim

Join General Secretary

Our advice Membar

Abul Hossain

advice Membar

Anisur Rahman

advice Membar

Azad

advice Membar

Giyash Uddin

advice Membar

Haji Sumon Kaji

advice Membar

Halim Molla

advice Membar

adharealo

advice Membar

Shah Alom

advice Membar

Ruhul Amin

advice Membar

Md Abdul Kader

advice Membar

Md Hai-ul Islam Prodan

advice Membar